Wellcome to National Portal

ঝিনাইদহ জেলা কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা কিভাবে পাবেন :

 ক। ওকালত নামা :

        ওকালতনামা বন্দি দ্বারা স্বাক্ষর করানোর জন্য কারা এলাকায় প্রবেশ করে ওকালতনামার নির্ধারিত বাক্সে ওকালতনামা ফেলুন। ১/২ ঘন্টা পর উক্ত ওকালতনামার বাক্স খোলা হলে আপনার ওকালতনামা সংগ্রহ করুন। ওকালতনামা পেতে  বিলম্ব হলে কর্তব্যরত প্রধান কারারক্ষী অথবা যে কোন কারারক্ষীর নিকট আপনার অভিযোগটি করুন। তাদের নিকট হতে কোন প্রতিকার না পেলে পর্যায়ক্রমে নিম্ন বর্ণিত কর্মকর্তাদের নিকট মোবাইলে আপনার অভিযোগটি জানান।

 ১। ডেপুটি  জেলার জনাব মো: সাইফুল ইসলাম

০১৭৬৯৯

২। জেলার জনাব মো: রফিকুল  ইসলাম

০১৭৬৯৯৭০৬৬১

৩। জেল সুপার জনাব মো: আনোয়ার হোসেন

০১৭৬৯৯৭০৬৬০

 

খ। জামিননামা :

        জামিননামা কারাগারের অফিসে জমা দিতে হবে। জামিননামা প্রাপ্তির পর সম্ভাব্য জামিনে মুক্তিযোগ্য বন্দিদের নামের তালিকা অফিসের দোতলায় অবস্থিত এলইডি মনিটরে প্রদর্শন করা হয়। আপনি মনিটরে প্রদর্শিত তালিকায় আপনার কাংখিত বন্দির নাম রয়েছে কিনা দেখে নিন। উক্ত তালিকায় আপনার বন্দির নাম না থাকলে পর্যায়ক্রমে নিম্ন বর্ণিত কর্মকর্তাদের নিকট মোবাইলে আপনার অভিযোগটি জানান।

 ১। ডেপুটি  জেলার জনাব মো: সাইফুল ইসলাম

০১৮৬৪৯৬৫৯৫৫

২। জেলার জনাব মো: রফিকুল  ইসলাম

০১৭৬৯৯৭০৬৬১

৩। জেল সুপার জনাব মো: আনোয়ার হোসেন

০১৭৬৯৯৭০৬৬০

         এছাড়া কারাগারের প্রবেশ গেট এ সম্ভাব্য মুক্তিগামী বন্দিদের তালিকা প্রদর্শন করা হয় । আপনি সেখান থেকেও আপনার কাংখিত বন্দির নাম উক্ত তালিকায় রয়েছে কিনা তা দেখে নিন। কোন অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে মোবাইলে জানান।

 

গ। দেখা সাক্ষাৎ :

        বন্দিদের সাথে সাক্ষাতের জন্য আপনি কারাগারে প্রবেশের পর সাক্ষাৎ স্লিপ বিনামূল্যে পাবেন। আমাদের কর্তব্যরত কারারক্ষীগণ উক্ত স্লিপ পূরণ করে কারাভ্যন্তরে প্রেরণ করবেন। পূর্ববর্তি সাক্ষাত ১৪ দিন অতিবাহিত হয়ে থাকলে আপনি সাক্ষাৎ করতে পারবেন। মোবাইল ফোন, ক্যামেরা বা কোন অস্ত্র নিয়ে সাক্ষাৎ কক্ষে প্রবেশ করবেন না। বিনামূল্যে সাক্ষাৎ করানো হয়। কোন কারনে সাক্ষাৎ বিষয়ে কেউ কোন টাকা পয়সা দাবি করলে তাৎক্ষনিক কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করাবেন।

 

ঘ। পিসিতে টাকা জমা দান;

        আপনি আপনার বন্দির পিসিতে টাকা জমা করতে পারবেন। প্রবেশ গেট এর পার্শ্বেই আমাদের কারারক্ষীকে পিসির টাকা জমা নিতে দেখতে পাবেন। লাইনে দাঁড়িয়ে আপনি বন্দির পিসিতে টাকা জমা করতে পারবেন। পিসিতে টাকা জমা দেয়ার জন্য আপনার আলাদা কোন টাকা আমাদের কারারক্ষীকে দিবেন না। যদি কোন কারারক্ষী পিসিতে টাকা জমা দেবার বিনিময়ে টাকা দাবি করেন তাহলে তা তাৎক্ষনিকভাবে কর্তৃপক্ষকে মোবাইলে অবহিত করুন। তবে পিসিতে টাকা জমাদানের রশিদটি কয়েকদিন পর্যন্ত নিজের কাছে সংরক্ষন করবেন। কারন কোন কারনে আপনার বন্দির নামে টাকা জমা না হয়ে থাকলে আপনি পিসি দেখাতে পারলেই আপনার বন্দির নামে টাকা জমা করার ব্যবস্থা করা হবে। কেন উক্ত টাকা জমা হতে দেরি করা হয়েছে সে বিষয়ে অবশ্যই কর্তৃপক্ষ তদন্ত করবেন।

 

ঙ। তথ্য প্রাপ্তি ;

        কারাগারে আপনি বন্দি সংক্রান্ত যে কোন তথ্য জানার জন্য আমাদের কর্তব্যরত কারারক্ষী ও প্রধান কারারক্ষীর নিকট সহযোগীতা নিতে পারেন। যদি আপনি তাদের নিকট হতে প্রয়োজনীয় তথ্য না পান তাহলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করুন।

 

        সকল বিষয়ে আপনাদের সহযোগীতা ও পরামর্শ আমাদের একান্ত কাম্য। আমরা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।

 

কর্তৃপক্ষ